রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিএসসি) বাংলা বিষয়ের প্রশ্ন ফাঁস করে ডিজিটাল প্রযুক্তির আশ্রয় নিয়ে শিক্ষার্থীদের নকল করতে সহায়তার অপরাধে এক কেন্দ্র সচিবকে বহিষ্কার এবং চার শিক্ষককে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলিয়া ফেরদৌস জাহান সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার চৌধুরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া আনসারী বাংলা বিষয়ের প্রশ্ন ফাঁস করেন।
তিনি একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, মোংলাকুটি মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদৎ হোসেন, মোংলাকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুফিয়া বেগম ও কুতুব্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমানকে দিয়ে ফাঁস করা প্রশ্নোত্তর এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীদের সরবরাহ করতে থাকলে ওই কেন্দ্রে দায়িত্বরত বিআরডিবি অফিসার মনিরুজ্জামানের কাছে ধরা পড়েন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিয়া ফেরদৌস জাহান, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেন্দ্র সচিব সোনিয়া আনসারীসহ জড়িত ওই চার শিক্ষকের তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে কেন্দ্র সচিবকে বহিষ্কার ও চার শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪