ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বাভাবিক নিয়মেই চলছে পিএসসি পরীক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
স্বাভাবিক নিয়মেই চলছে পিএসসি পরীক্ষা ফাইল ফটো

ঢাকা: লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দাবিতে ডাকা মঙ্গলবারের হরতালে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রাথমিক সমাপনীতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়িতে পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।



পরীক্ষা উপলক্ষে স্থাপিত  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, হরতাল চললেও বেলা ১১টায় যথাসময়ে শুরু হয়েছে পরীক্ষা। দেশের কোথাও বিলম্ব কিংবা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
 
আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় আল্টিমেটাম অনুযায়ী সোমবার সন্ধ্যার মধ্যে গ্রেফতার না করায় মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।

এর আগে সোমবার হরতালে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি প্রশাসন দেখবে বলে আশ্বাস  দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর হোসেন বলেন।

এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে মোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।   তবে হরতালের হুমকিতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের মধ্যে নিরাপত্তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।

হজ, তাবলিগ ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে কটুক্তি করে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবারও হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

আর বৃহস্পতিবার প্রাথমিক সমাপনীতে রয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়িতে কুরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা।

গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য দিয়ে সমালোচিত হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী বিদেশের মাটিতে থেকেই বহিস্কৃত হন। তার বিরুদ্ধে মামলা হয় দুই ডজন।

কয়েকটি দেশ ঘুরে রোববার রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফেরেন লতিফ।

বাংলাদেশের ছয় হাজার ৭৯১টি এবং দেশের বাইরে ১১টি কেন্দ্রে রোববার থেকে সমাপনী পরীক্ষা শুরু হয়।

এর আগেও হরতালের কারণে জেএসসি-জেডিসির চার দিনে নয়টি পরীক্ষা পিছিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।