ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষায় রাজনীতিক ও মিডিয়ার ভূমিকা জরুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
শিক্ষায় রাজনীতিক ও মিডিয়ার ভূমিকা জরুরি ছবি: কাশেম হারুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে শিক্ষার উন্নয়নে রাজনীতিক ও গণমাধ্যমের আরো শক্তিশালী ভূমিকা পালন করা উচিত বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষার উন্নয়নে জনপ্রতিনিধি ও মিডিয়ার ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।



বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিনা জাহান লিটা বলেন, শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছেন।

নারী শিক্ষা ও উন্নয়নে আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য তিনি মিডিয়ার প্রতি আহ্বান জানান।

সভাপতি এম শরীফুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের প্রধান উপদেষ্টা রফিকুল ইসলাম, ভাইস চোয়ারম্যান গোলাম মাওলানা চৌধুরী, সাংবাদিক এম এস এ রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে শিক্ষায় অবদান রাখার জন্য ইংরেজি মাধ্যম স্কুল মিডওয়ে স্কলাসটিকা স্কুল অ্যান্ড কলেজকে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।