ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দ‍াবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দ‍াবিতে বগুড়ায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



শিক্ষারর্থীরা বলেন, চলতি বছরের ১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির একটি সভায় আগামী ২০১৫-১৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করার অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়‍া হয়েছে।

পৃথিবীর সব উন্নত দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেকোনো নাগরিক যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পান। কিন্তু আমাদের দেশে বারবারই আসন সংকট দেখিয়ে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ থেকে বঞ্চিত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মানববন্ধন থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনরায় বিবেচনার জন্য অন‍ুরোধ জান‍ান শিক্ষার্থীরা।

মানববন্ধনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪২  ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।