ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত না হলে কলেজ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
শিক্ষকদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত না হলে কলেজ বন্ধ ফাইল ফটো

ঢাকা: ক্লাসে শিক্ষক ও ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করতে না পারলে সে সব কলেজ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (২৯ নভেম্বর) সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সরকারি কলেজের অধ্যক্ষদের ‘কলেজ নিয়ে আমার ভাবনা’ শীর্ষক ওরিয়েন্টেশন ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি দেন।



শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে কোচিংয়ে চলে যায়। অধিকাংশ শিক্ষকরাও এখন এই ব্যবসায়। শিক্ষকদের কলেজে (অধ্যক্ষকে) উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর উপস্থিতিও নিশ্চিত করতে হবে। তাদের ক্লাস করা, ক্লাসের ভালো-মন্দ সব বুঝে আপনাকে নিশ্চয়তা দিতে হবে। কাজ করে যান, আমার ওপর অসন্তুষ্ট হবেন না। আমি যোগানদাতা।

নিজের ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী ‍আরো বলেন, আমি মন্ত্রী হওয়ার পর ভাবেছি বিভিন্ন বড় কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রিন্সিপাল বানানোর জন্য সবাই মিলে একত্রে ঠিক করব। হয় তো তিনি রাজিই হবেন না, তার অনেক কাজ-গবেষণার জন্য দায়িত্বও নিতে চাইবেন না। ওনাকে পায়ে ধরে রাজি করাতে হবে। বলতে হবে- স্যার আপনাকে হতেই হবে। এখন দেখি আমার পায়ে ধরে থাকে সবাই, বড় বড় পদের জন্য!

এ সময় অধ্যক্ষদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনি তো দায়িত্ব নিয়েছেন, না পারলে বলেন পারছি না। যখন দায়িত্বে আছেন, আপনাকে শিক্ষকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কিভাবে করবেন সেটা আপনি ঠিক করেন, আমরা সহযোগিতা করব। শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে, ক্লাস নিশ্চিত করতে হবে। তা না হলে কি দরকার এসব কলেজ দিয়ে? বন্ধ করে দেব সব।

প্রত্যেক কলেজে বার্ষিক ক্যালেন্ডার থাকতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, কোন দিন ক্লাস, কোন দিন ছুটি তা আগে থেকে চূড়ান্ত থাকবে। এর একদিনও এদিক-সেদিন হবেনা। যিনি এটা ঠিকভাবে পালন করতে পারবেন না, তার দায়িত্ব না নেওয়াই ভালো।

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কৌশলে আপনাদের সেগুলো মোকাবেলা করতে হবে। শিক্ষার পরিবেশ নিশ্চিত রাখার জন্য উদ্যোগ নিতে হবে।

লক্ষ্য অর্জনের জন্য অধ্যক্ষদের উচ্চশিক্ষায় গবেষণা, জ্ঞানচর্চা ও নতুন জ্ঞান অনুসন্ধান করার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি ভালোবাসা, স্নেহশীল ও মমতাময়ী হয়ে ছাত্রদের আকর্ষণ তৈরি করতে হবে বলেও পরামর্শ দেন নাহিদ।

নায়েমের মহাপরিচালক ইফফাত আরা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন উপস্থিত ছিলেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এছাড়া, বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুন।

শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩০০ কলেজ অধ্যক্ষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।