ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশে পিএসসিসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত মূল হোতাদের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার (২৯ নভেম্বর) জাতীয় জাদুঘরের সামনে বিকেল সাড়ে ৪টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



বক্তারা বলেন, সারাদেশে যেভাবে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে আর দেশের কর্তা ব্যক্তিরা নতুন নতুন কৌতুকের জন্ম দিচ্ছেন, তাতে আগামী বাংলাদেশের ভবিষ্যত গভীর অন্ধকারে ঢেকে যাবে।

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় না আনা হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মাঠে নামা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আবু তারেক সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি বিধান কুমার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক জিলানী শুভ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মারুফ বিল্লাহ তন্ময় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আল আমীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।