ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবির দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৫ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
শাবির দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ১৫ ডিসেম্বর

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম আগামী ১৫ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।

ওই দিন ‘এ’ ও ‘বি’ উভয় ইউনিটের শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষমান তালিকায় স্থানপাওয়াদের সাক্ষাতকার নেওয়া হবে।



ভর্তি কমিটি সূত্র জানায়, ‘এ’ ইউনিটের মানবিক শাখায় ১৮ টি শূন্য আসনের জন্য দ্বিতীয় অপেক্ষমান তালিকার প্রথম ২৫ জন, বিজ্ঞান শাখায় ৬৫টি শূন্য আসনের জন্য প্রথম ১২০ জন এবং বাণিজ্য শাখায় ৭টি শূন্য আসনের জন্য প্রথম ১৫ জন শিক্ষার্থীর সাক্ষাতকার নেওয়া হবে।

এছাড়া ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর ১৫৯টি শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার ৩০১ থেকে ৬৫০, গ্রুপ-২ এর ৬৪টি শূন্য আসনের জন্য ২৫১ থেকে ৪৫০ পর্যন্ত স্থানপাওয়াদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী জানান, ১৫ ডিসেম্বর সোমবার সকাল নয়টায় ‘এ’ ইউনিট, দশটায় ‘বি’ ইউনিট এবং সাড়ে ১২টায় পোষ্য কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য সাক্ষাতকার নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।