ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মন্ত্রীর জন্য পরীক্ষার্থীদের ৪ ঘণ্টা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
মন্ত্রীর জন্য পরীক্ষার্থীদের ৪ ঘণ্টা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে রোববার (৭ ডিসেম্বর) থেকে। পরীক্ষার আগের দিন শনিবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার কিছু পরে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঢাকা পিটিআই ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন অনুষ্ঠান শুরু হয়।



এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সকাল আটটা থেকে উপস্থিত থাকার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ আগের দিন নির্দেশ দেয় বলে বাংলানিউজকে জানিয়েছে অনুষ্ঠানস্থলে থাকা একাধিক শিক্ষার্থী ।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল আটটা থেকে শিক্ষার্থীরা স্কুলে আসা শুরু করে। মাঠের মধ্যে সামিয়ানার নিচে চলে অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সাড়ে নয়টার দিকে যোগ দেন অনুষ্ঠানে।

বিশেষ অতিথির তালিকায় ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, আব্দুর রহমান, নজরুল ইসলাম বাবু, আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ, উম্মে রাজিয়া কাজল ‍এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে কামাল আহমেদ মজুমদার, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, নজরুল ইসলাম বাবু, উম্মে রাজিয়া কাজল এবং সচিব কাজী আখতার হোসেন ছাড়া বাকিরা অনুপস্থিত ছিলেন।

মন্ত্রীর গাড়িবহরসহ ২৫/৩০টি গাড়ি, অতিথি আর ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়ায় মাঠে উড়ছিল ধুলোবালি। শিক্ষকদের সঙ্গে এ পরিবেশেই ছিল শিশু শিক্ষার্থীরাও।

শনিবার সকাল পৌনে ১১টা থেকে ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষাও ছিল, যা শুরু হয়েছে গত ২ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়নি, এসব পরীক্ষার্থীও ছিল অনুষ্ঠানস্থলে।

অতিথিদের বক্তৃতা, ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন এবং আপ্যায়ন মিলে সব আনুষ্ঠানিকতা শেষ হয় বেলা পৌনে ১২টায়।

পরীক্ষার আগের দিন অনুষ্ঠানে আসায় পড়ালেখার ক্ষতি হয়েছে কি না- জানতে চাইলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির একাধিক শিক্ষার্থী বাংলানিউজকে বলেছে, ক্ষতি হয়েছে।

তৃতীয় শ্রেণির এক ছাত্রী বাংলানিউজকে জানায়, স্যার বলেছেন, বই ছাড়া ভালো জামা পরে আসতে, ক্লাস হবে না এজন্য।

চতুর্থ শ্রেণির আরেক ছাত্রী বাংলানিউজকে জানায়, সকালে বাসায় কিছু খাইনি। এখানে এসে এক বান্ধবীর কাছে ধার করে ৫ টাকার রুটি কিনে খেয়েছি।  

অনুষ্ঠান শেষ করে বেলা ১২টার দিকে শিক্ষার্থীরা বাসায় ফিরে যাওয়া শুরু করে।

এ ব্যাপারে শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি রোকেয়া জামানের দৃষ্টি আর্কষণ করার চেষ্টা করলে বাংলানিউজকে তিনি বলেন, ‘সময় নাই, পরে কথা বলবো, আগে মন্ত্রী যাক’।

অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের কর্মকর্তারাও এ ব্যাপারে বাংলানিউজের প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি।

বিদ্যালয়ের আরেকজন সহকারী শিক্ষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলে তিনিও মন্তব্য করেননি।

** ঢাকা পিটিআই ভবনের ভিত্তিপ্রস্তর

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।