ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

শিক্ষা

জাবিতে ২ ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, ডিসেম্বর ৮, ২০১৪
জাবিতে ২ ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২ ছাত্রদল কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে।



প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে  বিশ্ববিদ্যালয়ের মাঠে আ ফ ম কামাল উদ্দিন হল ও আল বেরুনী হলের মধ্যকার আন্তঃহল ফুটবল ম্যাচে কামাল উদ্দিন হল পরাজিত হয়। খেলা শেষে পরাজিত দলের খেলোয়াড়দের ছাত্রদল কর্মী ও বাংলা বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং ভূ-তাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী রাজেশ এম বিশ্বাস উত্যক্ত করে।  

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক জুয়েল রানা, উপ নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ঠাকুর দেব কুমার আচার্য, সহ সম্পাদক শাকিল মাহমুদ শাওন, আ ফ ম কামাল উদ্দিন হলের সহ-সভাপতি সিফাতের নেতৃত্বে হলের ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করে।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাজেশ গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হতে পারে|

আমিনুল ও রাজেশ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল রানা পক্ষের কর্মী।

আমিনুল ইসলাম বলেন, খেলা দেখতে যাওয়ায় আমাদের মারধর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান বলেন, কারো বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।