ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার সমাপ্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার সমাপ্ত

ঢাকা: চাকরি প্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার ফেয়ার-২০১৪ সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় মেলাটির উদ্বোধন করেন আইডিএলসির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন।



ইস্টার্ন ইউনিভার্সিটিতে দ্বিতীয় বারের মত আয়োজিত মেলাটির এবারের মূল প্রাতিপাদ্য ‘শুধুমাত্র একটি চাকুরিই নয়, পেশা নির্বাচন করুন’।

মেলা উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রেণির দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় ইস্টার্ন ইউনিভার্সিটি প্রাঙ্গণ।

মেলাটির মূল প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে মেলা প্রাঙ্গণে দিনভর ক্যারিয়ার বিষয়ক পরামর্শমূলক একাধিক কর্মশালা ও সেমিনার, তাৎক্ষণিক সাক্ষাৎকার, ক্যারিয়ার কাউন্সেলিং ও কুইজসহ বিভিন্ন কর্মসূচি পালিত।

মেলায় দেশের খ্যাতনামা ৩০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নিয়ে চাকরিপ্রার্থী ও অন্যান্য দর্শনার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া ব্যাখ্যা করে আগ্রহীদের কাছ থেকে বায়োডাটা সংগ্রহ করে।

প্রধান অতিথি ইস্টার্ন ইউনিভার্সিটির এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান ও বিশ্ববাজারে নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য পুথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য আন্তঃব্যক্তিত্ব বিষয়ক দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি যোগাযোগের দক্ষতাকে বর্তমান সময়ে সফলতার একটি অন্যতম দক্ষতা হিসেবে উল্লেখ করেন। এছাড়া তিনি ছাত্র-ছাত্রীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে নিত্য নতুন সব দক্ষতা অর্জনের অনুরোধ করেন।

চাকরি প্রার্থী এবং চাকরিদাতা উভয় পক্ষের জন্য এই মেলা ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।
 
ইস্টার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এনায়েত উল্লাহ সম্মানিত অতিথির বক্তব্যে বলেন, ‘চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের এক মঞ্চে মিলিয়ে দিতেই এ মেলার আয়োজন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে এ ধরনের মেলার আয়োজন করা হবে’।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং এশিয়া প্যাসেফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের সভাপতি মোশাররফ হোসেন।

উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষা কারিকুলামে চাকরি উপযোগী আরো বাস্তবসম্মত কোর্স অন্তর্ভূক্ত করার পরিকল্পনার কথা জানান। তিনি মেলাটির সফল আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

দিনশেষে সব প্রতিষ্ঠান, পার্টনার এবং স্পন্সরের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উপাচার্য সব অংশগ্রহনকারী প্রতিষ্ঠান, পার্টনার ও স্পন্সরকে ক্রেস্ট প্রদান করেন। ক্যারিয়ার সার্ভিসেস বিভাগের প্রধান এবং উপ-উপাচার্য সার্বিক সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।