যশোর: মহান বিজয় দিবস উদযাপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মনিহারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
দিনের কর্মসূচির শুরুতে যবিপ্রবি ভাইস-চ্যন্সেলরের নেতৃত্বে সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।
এরপর যশোর শহরে মনিহারে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন যবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন- সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথি ছিলেন- যবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন- জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মোশাররফ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা।
সমগ্র অনুষ্ঠানে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪