ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

শিক্ষা

বেরোবি’র পরিসংখ্যান বিভাগে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
বেরোবি’র পরিসংখ্যান বিভাগে সেমিনার

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গ্যালারি রুমে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ‘সময়ের সাথে পরিসংখ্যানের যাত্রা’ শিরোনামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিভাগটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বল স্টেইট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্যাল সায়েন্স বিভাগের প্রফেসর এ এইচ এম রহমতুল্লাহ ইমন। পরিসংখ্যান বিভাগের শিক্ষক সিদ্দিকুর রহমান সেমিনারটি সঞ্চালনা করেন।

বিভাগীয় প্রধান মো. শাহজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মতিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাহানুর রহমান, বেরোবি পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সিরাজ-উদ-দৌলা প্রমুখ আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।