খুলনা: সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স ২য় বর্ষের ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে খুলনার পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
একই দাবিতে বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কও অবরোধ করেন তারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা থেকে ১ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন ওই বর্ষের শিক্ষার্থীরা।
কর্মসূচি পালনকালে বক্তারা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স ২য় বর্ষের ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৃত্যুঞ্জয়, সুমন মোড়ল, এস কে আবু সাঈদ, এস কে সোহাগ, আপন, উসমান, সুমন, রকি, রায়হান, গৌতম, তমাল, রবিউল, সালাউদ্দিন, শংকর, বিশ্বজিত প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, অনার্স ২য় বর্ষের ফরম পূরণের আগে ফি ছিল সর্ব্বোচ্চ ২ হাজার ৬শ টাকা। এ বছর এ ফি বাড়িয়ে সর্বনিন্ম ৪ হাজার ১ শ ২০টাকা করা হয়েছে। বিজ্ঞান বিভাগের কোনো কোনো বিষয়ে এ ফি বর্ধিত করে দ্বিগুণও করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আগামী শনিবার বিএল কলেজে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা।
বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪