ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে।
রোববার ও সোমবার (২১ ও ২২ ডিসেম্বর) ৫০০ জনের মেধা তালিকা থেকে এবং ২৪ ডিসেম্বর ১ হাজার জনের অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানা গেছে।
অপেক্ষমান তালিকা থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২৩ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে উপস্থিত হয়ে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে। একই দিন অপেক্ষমাণ তালিকা হতে মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর।
ভর্তির সময় এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার গ্রেডশিট, মূল সনদপত্র, প্রশংসাপত্র, সদ্যতোলা ৩ কপি রঙ্গিন ছবি, কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে মূল সনদপত্র এবং ১৫ হাজার টাকা জমা দিতে হবে।
ভর্তিচ্ছু কর্তৃক সরবরাহ করা যে কোনো তথ্যে অসত্য প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বাংলাদেশ সময়: ০৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪