ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
কুয়েটে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২কে১৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে এ অনুষ্ঠ‍ানের আয়োজন করা হয়।



লেদার ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে।
 
লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, তওই কৌশল অনুষদের ডীন প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা, যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা, ছাত্র কল্যাণ পরিচালক (ভারপ্রাপ্ত) ড. জি জি মো. নেওয়াজ আলী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২কে১৩ ব্যাচের নবীন ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ ও সব ব্যাচের ছাত্র-ছাত্রীরাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নবীন বরন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।