ঢাকা, রবিবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৩.৭৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৩.৭৫

কুমিল্লা: কুমিল্লা বোর্ডে ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৭৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ২৬৪ জন শিক্ষার্থী।



এবার ছেলেদের পাসের হার ৯৪.৭৫ এবং মেয়েদের ৯৩.০০ শতাংশ। এ পরীক্ষায় ২ লাখ ৯ হাজার ৪৪৬ জন শিক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ৯০ হাজার ৯১৪ জন ছাত্র ও ১ লাখ ১৮ হাজার ৫৩২ জন ছাত্রী পাস করেছে।

জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েরা এগিয়ে
এ বোর্ডে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ১৭ হাজার ২৬৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ৭ হাজার ১১০ ছাত্র ও ১০ হাজার ১৫৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

এবার এ বোর্ডে জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ২৬ হাজার ৮২১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ২৩ হাজার ৩৯৮ জন। যার মধ্যে ছাত্র ৯৫ হাজার ৯৪৮ জন এবং ছাত্রী ১ লাখ ২৭ হাজার ৪৫০ জন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।