রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। ছুটি থাকবে ১১ জানুয়ারি পর্যন্ত।
এদিকে, ছুটিতে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো শুক্রবার থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে বৃহস্পতিবার থেকে হল বন্ধের সিদ্ধান্ত থাকলেও হরতালের কারণে তা একদিন পিছিয়ে দেয়া হলো।
মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কাউন্সিলের আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ এসএম জাহিদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, শীতকালীন অবকাশে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ১ জানুয়ারির দুপুর ১২টায় হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু হরতালের কারণে তার পরিবর্তন করে ২ জানুয়ারি করা হয়েছে। ২ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ১১ জানুয়ারি সকাল ৯টায় হলগুলো খুলে দেওয়া হবে।
এদিকে, ১১ দিনের ছুটি শেষে ১২ জানুয়ারি থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জানুয়ারির ২ তারিখ থেকে জানুয়ারি ১০ তারিখ পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১১ জানুয়ারি থেকে প্রশাসনিক কার্যক্রম চলবে।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪