ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৫
প্রাথমিকের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১৫টি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন সকাল ১০টায় ঢাকার মতিঝিলের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১০ জানুয়ারি সকাল ১০টায় প্রাথমিক শিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা।

তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) এর আওতায় সিস্টেম এনালিস্ট, পরিসংখ্যানবিদ, মেইনটেন্যান্স প্রকৌশলী, ইন্সট্রাক্টর (কম্পিউটার সায়েন্স), সহকারী ইন্সট্রাক্টর (ইউআরসি) ও সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তার পদে পরীক্ষা নেওয়া হবে।
 
বৈধ প্রার্থীদের প্রবেশপত্র ইতিমধ্যে ডাকযোগে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।