ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসবের নামে ইংরেজি ও হিন্দি ছবি প্রদর্শনীর অভিযোগ ওঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২১ জুলাই প্রদর্শনীর প্রথম দিন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’র আংশিক প্রদর্শন করা হয়।
ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ফোনে ইংরেজি ও হিন্দি ছবি প্রদর্শন বন্ধ করার নির্দেশ দেন।
এ ব্যাপারে সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জামাল হোসাইন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘আমরা মুক্তিযদ্ধের ছবি প্রদর্শনীর অনুমতি নিয়েছি। প্রথম দিন ‘জয়যাত্রা’ চলচ্চিত্র প্রদর্শনীর সময় দর্শকদের আগ্রহ ছিল না। তাই টিকেট বিক্রির জন্যই হিন্দি ও ইংরেজি ছবি দেখানো হয়েছে। ’
জবি সাংস্কৃতিক কেন্দ্র নামের একটি সংগঠন ২১ থেকে ২৫ জুলাই মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসবের জন্য প্রশাসনের কাছে অনুমতি ও আর্থিক সহায়তা চায়। প্রশাসন তাদের বিনা ফিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ব্যবহারের অনুমতি দেয়।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১০