ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে শিক্ষিকাকে লাঞ্ছিত করলেন ছাত্রলীগ নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জবিতে শিক্ষিকাকে লাঞ্ছিত করলেন ছাত্রলীগ নেতা

ঢাকা: রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক-প্রশাসন বিভাগের এক শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগ নেতা আরজ মিয়া।

রোববার (২৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে এ লাঞ্ছনার ঘটনা ঘটে।



লাঞ্ছিতকারী আরজ মিয়া ওই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ সম্পাদক।

কোতোয়ালি থানার অপারেশন কর্মকর্তা মো. রফিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ছাত্রলীগ নেতা আরজ মিয়াকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করে।

পরে পুলিশের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের একটি দল আরজ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় বলেও জানান অপারেশন কর্মকর্তা মো. রফিক।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
আইএএ/টিআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।