ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সারা দেশে জিপিএ-৫ পেল ৭৬ হাজার ৭৪৯ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ১২, ২০১১

ঢাকা: এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ৭৬ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪৫ হাজার ৮৬০ জন ছাত্র এবং বাকি ৩০ হাজার ৮৮৯ জন ছাত্রী।

                                                                                  

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য আরও জানা গেছে, এবার সর্বাধিক জিপিএ পেয়েছে ঢাকা বোর্ড।

ঢাকা বোর্ডে এবার ২৪ হাজার ২৯০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পায়। এদের মধ্যে ১৩ হাজার ২৮৯ জন ছাত্র ও ১১ হাজার ১ জন ছাত্রী।                                                             

রাজশাহী বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৫ হাজার ৭১৭ জন ছাত্র ও ৪ হাজার ২২০ জন ছাত্রী।

কুমিল্লা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৯৮১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩ হাজার ৫৩৬ জন ছাত্র ও ২ হাজার ৪৪৫ জন ছাত্রী।

যশোর বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৩৭৩ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪ হাজার ৪৩৩ জন ছাত্র ও ২ হাজার ৯৪০ জন ছাত্রী।

চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮১৯ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২ হাজার ৫৭৬ জন শিক্ষার্থী ছাত্র ও ২ হাজার ২৫২ জন ছাত্রী।

বরিশাল বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১ হাজার ৬১৬ জন ছাত্র ও ১ হাজার ১৩৯ জন ছাত্রী।

সিলেট বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১ হাজার ২৪০ জন ছাত্র ও ৯০৪ জন ছাত্রী।

দিনাজপুর বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৩ হাজার ৬০২ জন ছাত্র ও বাকি ১ হাজার ৮৮৩ জন ছাত্রী।

মাদরাসা শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৯ হাজার ১০ জন ছাত্র ও ৩ হাজার ৭৪৬ জন ছাত্রী।

কারিগরী শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৮০৫ জন ছাত্র ও ৩৫৫ জন ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।