ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডের ৫ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
বরিশাল শিক্ষা বোর্ডের ৫ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।

প্রতিষ্ঠানগুলো হলো-বরগুনার বেতাগি উপজেলার চানখালি ইশহাক মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, বরগুনার পাথরঘাটার কাকচিরা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ, পটুয়াখালীর দুমকি উপজেলার দুমকি নাসিমা কেয়ামত আলী মহিলা কলেজ, পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিদবাড়িয়া কলেজ ও ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া বিহারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ।



রোববার (৯ আগস্ট) একযোগে সারাদেশে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এদিন বেলা ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের সভাকক্ষে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব আব্দুল মোতালেব হাওলাদার।

তিনি জানান, ৫টি বিদ্যালয়ে যেমন পাশের হার শূন্য, তেমনি অপর ৫টিতে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বরিশাল ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৫৩ জনই জিপিএ-৫ পেয়েছে। বাকি ৪ বিদ্যালয়ের মধ্যে বরিশালের জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও গলাচিপার পানপট্টি থেকে ২ জন করে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের ৪৪ জনের সবাই ও নেছারাবাদের সেহাঙ্গাল হাইস্কুল অ্যান্ড কলেজের ৫৩ পরীক্ষার্থীর সবাই পাস করেছে।

এ বছর এ বিভাগের ৩০১টি কলেজের ১০৯টি কেন্দ্রে ৫৬ হাজার ৬৮০ জনের মধ্যে পরীক্ষা দেয় ৫৫ হাজার ৮০৪ জন। এর মধ্যে ৩৯ হাজার ৯৭ জন পাস করেছে।

যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৯ জন। গত বছর এ সংখ্যা ছিল ২ হাজার ২২৫।

গত বছরের মতো এ বছরও ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল তুলনামূলক ভালো। ২৭ হাজার ৮৮২ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৭ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পাস করেছে ২০ হাজার ১১৯ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬৫৯ জন। তাদের পাসের হার ৭৩ দশমিক ১৬ শতাংশ।

২৮ হাজার ৭৯৮ ছাত্রের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৮ হাজার ৩০৫ জন। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৯৭৮ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬৬০ জন। এক্ষেত্রে পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭ হাজার ২৫৪ জন পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ৩ হাজার ৫৭ জন ছেলে ও ২ হাজার ৪০১ জন মেয়ে। এদের মধ্যে পাশ করেছে ৫ হাজার ৪৫৪ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮ হাজার ৯৪৭ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ হাজার ৭২৯ জন। যার মধ্যে ৭ হাজার ৬৯২ জন ছেলে ও ১১ হাজার ৬৫৬ জন মেয়ে পাস করেছে।

মানবিক বিভাগে ৩০ হাজার ৩৪০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২৯ হাজার ৮২১ জন। যার মধ্যে ৮ হাজার ২২৯ জন ছেলে ও ৬ হাজার ৬২ জন মেয়ে পাস করেছে।

বরিশাল বোর্ডের বরিশাল জেলায় ২০ হাজার ৭৮২ জনের মধ্যে ১৫ হাজার ১৫৯ জন, ঝালকাঠিতে ৪ হাজার ৩২১ জনের মধ্যে ৩ হাজার ১২৯ জন, পিরোজপুরে ৭ হাজার ৭৫১ জনের মধ্যে ৫ হাজার ৫২১ জন, বরগুনা জেলায় ৫ হাজার ৪৫৯ জনের মধ্যে ৩ হাজার ৭৯০ জন, ভোলা জেলায় ৭ হাজার ৩ শত ৯১ জনের মধ্যে ৫ হাজার ১২৬ জন ও পটুয়াখালী জেলায় ১০ হাজার ১শ’ জনের মধ্যে ৬ হাজার ৩৭২ জন পাস করেছে।

বরিশাল জেলায় ৭৯৭, ঝালকাঠি জেলায় ৬১, পিরোজপুরে ১৫৩, বরগুনা জেলায় ৬৩, ভোলা জেলায় ১৬৭ ও পটুয়াখালী জেলায় ৭৮ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে, এ বছর প্রথমবারের মতো সেরা স্কুলের কোনো তালিকা প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।