ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

ডাকসুর প্রথম সভা, সিনেটে যাচ্ছেন ৫ প্রতিনিধি 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৪, সেপ্টেম্বর ১৪, ২০২৫
ডাকসুর প্রথম সভা, সিনেটে যাচ্ছেন ৫ প্রতিনিধি  ডাকসুর নবনির্বাচিতদের প্রথম সভা হয়েছে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে পাঁচ সদস্যের সিনেটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সর্বাধিক ভোট পেয়েছেন, এমন পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে প্রস্তাব করা হয়েছে।

 

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস এস এম ফরহাদ এ তথ্য জানিয়েছেন।

তবে কোন কোন সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে, তা তিনি প্রকাশ করেননি।  

তিনি বলেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে যে মতেরই থাকি না কেন, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তাদের দাবি তুলে ধরতে চাই। সবার প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, অল্প সময়ে এক্সিকিউটিভ প্ল্যান করব। নির্বাচিতদের ১২ মাসে কী কী কাজ হতে পারে, কোন সপ্তাহে কী কী কাজ হতে পারে- এসব প্ল্যান করে অল্প সময়ের মধ্যে কাজে নেমে পড়ব।  

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের মধ্য থেকে পাঁচজনকে সিনিটে পাঠানোর ব্যাপারে আলাপ করেছি। আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে কী কী বিষয় মাথায় রাখব, সেই বিষয়েও আলোচনা হয়েছে।  

এফএইচ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।