ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাকরির দাবিতে ফের ইবির প্রধান ফটক অবরোধ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
চাকরির দাবিতে ফের ইবির প্রধান ফটক অবরোধ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): চাকরির দাবিতে আবারো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটক অবরোধ করেছেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে প্রধান ফটক অবরোধ করেন তারা।

এতে দুপুর ২টার নির্ধারিত বাস ক্যাম্পাস ছেড়ে যেতে পারে নি।

অবরোধে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। অনেকে লাইনের বাস, নসিমন, পিকআপে করে কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে রওনা দেন। ঝুঁকি নিয়ে বাসের ছাদে উঠতে দেখা গেছে অনেককে।   

পরে, অবরোধ প্রত্যাহার করলে বিকেল ৩টার দিকে বাসগুলো কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপার উদ্দেশে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে গতি বাড়াতে বুধবার সিন্ডিকেট সভার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ খবর জানতে পেরে দুপুর ২টার দিকে প্রধান ফটক বন্ধ করে বাস আটকে আন্দোলন শুরু করে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।

সাবেক নেতাকর্মীদের দাবি, তাদের চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আর কোনো সিন্ডিকেট সভা হতে দেবেন না তারা।

বাস আটকে দেওয়ায় ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী লাইনের বাস, ট্রাক ও নসিমনে করে ক্যাম্পাস ছাড়েন।
পরে, বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেট বন্ধের সিদ্ধান্ত নিলে গাড়ি ছেড়ে দেন আন্দোলনকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বাংলানিউজকে জানান, আজ আমাদের পরীক্ষা ছিল। গতকাল রাতে ঘুম হয়নি। এখন পরীক্ষা দিয়ে বের হয়ে বাসায় যাব কিন্তু তা আর সম্ভব হলো না। চাকরি প্রত্যাশী ১০/১৫জনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত এমন হয়রানির শিকার হচ্ছি -এটা কি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখে না ?

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ