ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে শোকর‌্যালি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
বাকৃবিতে শোকর‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের দাবিতে ও নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকর‌্যালি করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।
 
এর আগে, শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর বিজয় ৭১ এর পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন করে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম জাকির হোসেন, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।