ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি উপাচার্য অপসারণের দাবিতে নতুন কর্মসূচি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
শাবিপ্রবি উপাচার্য অপসারণের দাবিতে নতুন কর্মসূচি

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শিক্ষকদের এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সৈয়দ সামসুল আলম।



নতুন কর্মসূচি অনুযায়ী বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশন এবং বৃহস্পতিবার দিনব্যাপী কর্মবিরতি পালন করবেন তারা।

এর আগে সোমবার দুপুরে শাবিপ্রবি শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী শাহরিয়ার মজুমদারের মৃত্যুতে শোকি র‌্যালি ও সমাবেশ করেন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক লাঞ্ছনা, দুর্নীতি ও সন্ত্রাসী কার্মকাণ্ডের অভিযোগ এনে শিক্ষকরা তার অপসারণ দাবি করে আসছেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।