ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে শিক্ষকদের কর্মবিরতি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
ইবিতে শিক্ষকদের কর্মবিরতি ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ইবি: জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের অভিযোগ এনে কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকরা। এতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৮ম জাতীয় বেতন কাঠামো বাতিলের দাবিতে সকাল ১১টার দিকে একটি র‌্যালি বের করে শিক্ষকরা।
 
ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যালিটি অনুষদ ভবনের সামনে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু।  
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. রাশিদ আশকারী, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. আলিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. এম এয়াকুব আলী,  অধ্যাপক ড. ইকবাল হোসাইন, ইবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন কাঠামো চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা ক্ষুন্ন করা হয়েছে। অবিলম্বে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চালুর দাবি করেন তারা। এছাড়া তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।   

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।