নোয়াখালী: বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক সমিতি দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ক্লাস, পরীক্ষা এবং দাপ্তরিক কোনো কাজে অংশগ্রহণ করেননি।
দুপুর ১২টায় ক্যাম্পাস থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর সরকার এবং সেক্রেটারি মোহাম্মদ মুশফিকুর রহমান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন-শিক্ষক সমিতির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শক আফসানা মৌসুমি, ভাষা শহীদ আবদুস সালাম হল প্রভোস্ট ড. মো. ইউসুফ মিয়া।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
আরএ