ঢাকা: আলোকিত জাতি গড়ে তুলতে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘দীক্ষা’।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন।
বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে দীক্ষা ‘শিক্ষা উপকরণ প্রদর্শনী’ ও অন্যরকম সফ্টওয়ার প্রতিষ্ঠানের সহায়তায় ‘স্কুল ব্যাগ বিতরণ’ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় তিনি বলেন, আলোকিত শিশু গড়ে তুলতে দীক্ষা’র এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। দীক্ষার শিক্ষণ পদ্ধতি অভিনব। খেলতে খেলতে শেখার ফলে শিশুদের ভেতর পড়া-লেখার প্রতি আগ্রহ জন্মায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র মুশফিকুর রহিম।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এটি