ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যথাযোগ্য মর্যাদায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক এ কে এম বেলায়েত হোসেন।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মকবুল হোসেন ও শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ড. আলতাফ-উন-নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় বঙ্গবন্ধুর স্মরণে কবিতা আবৃত্তি করা হয়।

বেসরকারি এক্সিম ব্যাংকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে প্রতিষ্ঠিত এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ২০১৪ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।