ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে র‌্যাগ ডে

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
শেকৃবিতে র‌্যাগ ডে

ঢাকা: বর্ণাঢ্য র‌্যালির মধ্যে দিয়ে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কৃষি অনুষদের ৭০তম ব্যাচের র‌্যাগ ডে উদযাপন শুরু হয়েছে।

বৃহস্প্রতিবার  (১০ সেপ্টেম্বর) সকালে টি-শার্ট গায়ে দিয়ে ক্যাম্পাসে র‌্যালি বের করেন।

এতে নতুন মাত্রা যুক্ত করে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্র্টি।

ক্যাম্পাস প্রদক্ষিণ করার সঙ্গে সঙ্গে রঙ ছিটিয়ে নিজেদের অগ্রজ ও অনুজদের মধ্যে হৈ-হুল্লোড়ে মেতে ছিলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, সকালের নাস্তা করতে নিচে নামতেই ছোট ভাইরা রঙে মাখিয়ে দিল। এটা প্রতিবছরই হয়। তবে এটাই মজা।

দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটিকা, স্টেজ পারফরমেন্স, নৃত্য, গান পরিবেশন করবেন শিক্ষার্থীরা। এছাড়া ওয়েস্ট উইন্ড ব্যান্ড ও লালন ব্যান্ডের গান পরিবেশন করবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।