ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জে শিক্ষকের অপসারণে মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
গোপালগঞ্জে শিক্ষকের অপসারণে মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ ও বদলিকৃত দুই শিক্ষকের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে।

রোববার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা শহরের বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এ বিক্ষোভ মিছিল করে।

তারা স্কুলের প্রধান শিক্ষকের অপসারণের দাবির পাশাপাশি বদলিকৃত দুই শিক্ষককে ফিরিয়ে আনার দাবি জানান।

মিছিলটি স্কুলের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করে তারা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছে।

এব্যাপারে প্রধান শিক্ষক মো. ইমরান আলী বাংলানিউজকে জানান, স্কুলের ইসলাম ধর্মের শিক্ষক আবুল কাশেম দীর্ঘ ১৩ বছর ধরে একই স্কুলে শিক্ষকতা করে আসছেন। তিনি শিক্ষক সমিতির একটি সভায় আমাকে মারধরের চেষ্টা চালান। বিষয়টি কর্তৃপক্ষ জেনে ওই শিক্ষককে বদলি করেছেন। প্রদীপ বালা নামে অন্য শিক্ষককে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বদলি করেছেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে একটি মহল অন্যদিকে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।