ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৫ সেপ্টেম্বর যবিপ্রবি’র ভর্তি পরীক্ষার আবেদন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
১৫ সেপ্টেম্বর যবিপ্রবি’র ভর্তি পরীক্ষার আবেদন শুরু

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।

যবিপ্রবি’র জনসংযোগ কার্যালয়ের সহকারী পরিচালক কাজী হায়াতুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাসের মধ্যে যবিপ্রবি ১ম বর্ষের ভর্তির আবেদন করা যাবে। পরবর্তীতে ১৫ ও ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য www.just.edu.bd ওয়েব সাইটে পাওয়া যাবে।

তিনি আরও জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যবিপ্রবি’তে ব্যাচেলর অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং এগ্রো ফুড প্রসেসিং নামে আরও দু’টি নতুন বিভাগ চালু হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।