ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেডিকেল ভর্তিপরীক্ষা বাতিলে রিট খারিজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
মেডিকেল ভর্তিপরীক্ষা বাতিলে রিট খারিজ

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিপরীক্ষা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জে এন দেব চৌধুরীর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রিটটি খারিজ করে দেন।



আদালতে আবেদনের পক্ষে রিট দায়েরকারী আইনজীবী ইউনুচ আলী নিজেই শুনানি করেন।

আদেশের পরে ইউনুচ আলী আকন্দ বলেন, ইতোমধ্যে ওই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। তাই, আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে এ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুচ আলী আকন্দ।
১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষার ফলাফল রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদতফতরে ঘোষণা করা হয়, যাতে উত্তীর্ণ হয়েছেন ৫৮ দশমিক ৪ শতাংশ শিক্ষার্থী।

ইউনুচ আলী জানান, যে প্রশ্নে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিপরীক্ষা হয়েছে, তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়া গেছে। এ কারণে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে পরবর্তীতে নতুন করে ভর্তিপরীক্ষা নিতে রিটটি দায়ের করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ইএস/টিআই/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।