খুলনা: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ জানিয়ে খুলনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় তারা পরীক্ষা বাতিল করে ফের তা গ্রহণের দাবি জানান। ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সংবাদ সম্মেলনে অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী রামিম, নাফিজ, জুহি। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জাকিয়া সুলতানা।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় দুর্নীতিবাজ অসাধু ও অসৎচক্র দেশকে মেধাশূন্য করতে অর্থের বিনিময়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। মাত্র ১৫ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে বলেও তারা দাবি করেন। যা ইতোমধ্যে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে ভর্তি পরীক্ষা বাতিলের দাবি জানান তারা।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমআরএম/জেডএস