ঢাকা, মঙ্গলবার, ২৭ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
রাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

রাবি: নতুন পদ্ধতিতে অনলাইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়।

চলবে আগামী ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

এ বছর রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত।

রাবির একাডেমিক শাখার উপ রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানান।

তিনি জানান, ভর্তিচ্ছুরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd ও গণমাধ্যমে প্রকাশিত আবেদন নির্দেশিকা অনুসরণ করে আবেদন করা যাবে।

তিনি আরো জানান, আবেদনকারীরা আগামী ২৮ অক্টোবর থেকে পরীক্ষার আগেরদিন পর্যন্ত ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তাদের সুবিধার জন্যে প্রবেশপত্রেই আসন বিন্যাস দেওয়া থাকবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।