ঢাকা: রাজধানীর ৩শ ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ দিয়েছে সরকার।
পরিদর্শন করে বিদ্যালয়ের ভৌত অবকাঠামো, বিদ্যমান সুবিধা-অসুবিধা, শিক্ষক (সংযুক্তসহ)-শিক্ষার্থী সংখ্যা ও সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) এক আদেশে মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তাদেরকে পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে আগামী ৩১ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিদ্যালয় পরিদর্শন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসের কাছে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৫
এমআইএইচ/এসএস