ঢাকা: শিক্ষার্থীদের কোচিংমুখিতা ঠেকাতে শিক্ষকদের শ্রেণিকক্ষে আরও যত্নবান হয়ে পড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ডেমরা মাতুয়াইলে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শুধুমাত্র চাকরি হিসেবে নয়, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষে আরও যত্নবান হতে হবে। যাতে তাদের কোচিংয়ে না যেতে হয়। সন্তানদের কোচিং করানো গরিব অভিভাবদের জন্য কষ্টসাধ্য।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা আন্তর্জাতিকমানের শিক্ষা দিয়ে জাতি গঠন করতে পারেন। মেধা, দক্ষতা ও সৃজনশীল চিন্তা-ভাবনা দিয়ে শিক্ষকরা ছাত্রদের পড়াবেন এটাই প্রত্যাশা।
সৃজনশীল পদ্ধতির জন্য লাখো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী এর আগে মাতুয়াইলে কাঠেরপুল এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নতুন ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
এমআইএইচ/এসএস