ঢাকা: ৩৪তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্য কোটায় বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ করা বিভিন্ন ক্যাডারের প্রার্থীদের তথ্য দিতে হবে আগামী ২০ অক্টোবরের মধ্যে।
প্রার্থীদের বিস্তারিত তথ্য আগামী ২০ অক্টোবরে মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখায় পাঠানোর আহ্বান জানানো হয়।
মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্য কোটার প্রার্থীদের নির্ধারিত ফরমে পাঠানো তথ্য যাচাই করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, এ লক্ষে নির্ধারিত ছকে মুক্তিযোদ্ধা সনদ সংক্রান্ত বিস্তরিত তথ্য আগামী ২০ অক্টোবরে মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখায় প্রেরণের জন্য বলা হয়েছে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) পাওয়া যাবে।
বাংলাদেশ সময় : ১২৫০ ঘণ্টা,অক্টোবর ০৬, ২০১৫/আপডেট ১৪৩৯ ঘণ্টা
এসএমএ/বিএস