শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষবর্ষে ভর্তি পরীক্ষায় সব ইউনিটে ভর্তি ফর্মের দাম বাড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সংগঠনের আহ্বায়ক অনীক ধর ও সাধারণ সম্পাদক অপু কুমার দাস এক যৌথ বিবৃতিতে জানান, শাবিপ্রবিতে প্রতি বছর ভর্তি ফর্মের মূল্য বৃদ্ধি উচ্চশিক্ষার ধারাবাহিক বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের বহিঃপ্রকাশ।
নেতারা অবিলম্বে ভর্তি ফর্মের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানান এবং উচ্চশিক্ষার ক্রমাগত বেসরকারিকরণের বিরুদ্ধে ছাত্রসমাজকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
এএ