ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি ভিসির সঙ্গে বাঁধন সদস্যদের মতবিনিময়

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
বশেমুরবিপ্রবি ভিসির সঙ্গে বাঁধন সদস্যদের মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ): গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বাঁধন পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল ৫টায় মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় বাঁধনের বশেমুরবিপ্রবি শাখার আহ্বায়ক ও সদস্য সচিব বশেমুরবিপ্রবি উপাচার্যের হাতে বাঁধনের বার্ষিক সাধরণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০১৫-এর একটি স্যুভেনির তুলে দেন।

এ সময় বাঁধনের জন্য একটি অফিস রুম, বিশ্ববিদ্যালয়ের ডায়েরিতে বাঁধনের ফোন নম্বর সংযোজন, বাঁধনের আলাদা নোটিশ বোর্ড, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাঁধনের প্ল্যাকার্ড টাঙানো ও বাঁধনের কার্যক্রম কীভাবে আরও বেগবান করা যায়, এ সম্পর্কে আলোচনা করা হয়।

উপাচার্য এসময় বাঁধন বশেমুরবিপ্রবি পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর ও বিশ্ববিদ্যালয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।