ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন, মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
খাগড়াছড়ি সরকারি কলেজে শিক্ষকদের মানববন্ধন, মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: সরকারি কলেজ শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড অবনমনের প্রতিবাদ এবং সিলেকশান গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিট।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে কলেজের শিক্ষক মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন- খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ ড. আবদুর সবুর খান, উপাধ্যক্ষ মো. আব্দুল লতিফ, প্রভাষক এম রাশেদুল হক।

মতবিনিময় সভায় বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।