নোবিপ্রবি: ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আমরণ অনশন করছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গণিত বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টা থেকে তারা নিজ বিভাগের সামনে অনশন শুরু করেন।
শিক্ষারথীদের দাবি, তাদের চতুর্থ বর্ষের প্রথম টার্মের তিনটি কোর্সে কম নম্বর দেওয়া হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ফলাফল প্রকাশিত হয়। এরপর তারা বিভাগের চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে ফলাফল পুনর্বিবেনার জন্য আবেদন করেন। কিন্তু বিভাগের পক্ষ থেকে বিষয়টি ‘দেখা হচ্ছে’ বলে প্রতিশ্রুতি দিলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
শিক্ষার্থীরা জানান, ফলাফল পুনর্বিবেচনার ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আমরণ অনশন চলবে।
এ বিষয়ে গণিত বিভাগের চেয়ারম্যান ড. হানিফ মুরাদ বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের বিষয়টি আমরা বিবেচনায় নিয়েছি। তাদের সঙ্গে কথাও হয়েছে। আমরা বিষয়টি নিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) বৈঠকে বসব।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এসআর