বরিশাল: মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বরিশাল জেলা কমিটির নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেখানে অবস্থান নেন।
পরে বরিশাল মেডিকেল কলেজের বেশ কয়েকটি ব্যাচের শিক্ষার্থীরা একই দাবিতে ক্লাস বর্জন করেন। এরপর কলেজের বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এদিকে, মেডিকেল কলেজে যাদের আইটেম ও কার্ড পরীক্ষা ছিল, তারা পরীক্ষা দিয়েছে বলে জানায় কলেজ প্রশাসন।
এছাড়া বেলা ১১টার দিকে তালা ভেঙে বন্ধ গেটগুলা খুলে দেয় কর্তৃপক্ষ।
কলেজ ছাত্র শাখা সূত্র জানায়, ইতোমধ্যে বরিশাল মেডিকেলে এমবিবিএসে ১৭৮ জন ও বিডিএসে ৩৭ জন ভর্তি হয়েছেন।
অপরদিকে, দুপুর ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মেডিকেলসহ সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে বরিশাল জেলা ও মহানগর ছাত্রমৈত্রী।
ছাত্রমৈত্রীর মহানগরের সভাপতি শামীম শাহরুক তমালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মুনতাহা নূর, আল মামুন রাব্বি, সম্রাট মজুমদার, মিন্টু দে ও নাহিদ হাসান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
এএটি/এসআর