ঢাকা: বাংলাদেশের মনি বেগমের মধ্যে নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের প্রতিচ্ছবি রয়েছে বলে জানিয়েছেন ‘সেভ দ্য চিলড্রেন’র পরিচালক ডা. ইশতিয়াক মান্নান।
রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে মনি বেগম বাংলাদেশের লাখো শিশুদের আশা আকাঙ্ক্ষার কথা ফুটিয়ে তুলেছেন। আমার বিশ্বাস, মনি বেগম তার কমিউনিটিতে বাল্যবিয়ে বন্ধ ও সার্বজনীন স্বাস্থ্যসেবার অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। তার মধ্যে আমি মালালার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি।
মনি বেগম বলেন, বাংলাদেশে বাল্যবিয়ের হার ৬৬ শতাংশ। বাল্যবিয়ের কারণে স্বাস্থ্য ঝুঁকি কেবলমাত্র একটি মেয়ের জীবনই বিপর্যস্ত করে না, পাশাপাশি তার পরিবার, সন্তান তথা পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। বাল্যবিয়ে পারিবারিক নির্যাতনের বড় কারণ।
মৌলভীবাজারের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী মনি বেগম প্রতিযোগিতামূলক নির্বাচনী পরীক্ষার মাধ্যমে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সুযোগ পান।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৫
ইউএম/এসএস