ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
বশেমুরবিপ্রবি কর্মচারী সমিতির মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মচারী ফেডারেশন ঘোষিত ৬ দফা দাবি আদায়ে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি করে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি।
 
বশেমুরবিপ্রবির কর্মচারী সমিতির সভাপতি মাহাবুবুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের বরাতে জানা যায়, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ৬ দফা দাবি নিয়ে মানববন্ধন পালন করা হয়।

দাবি না মানলে আগামীতে এর চেয়ে কঠোর কর্মসূচী নিয়ে মাঠে নামবে কর্মচারী ফেডারেশন।
 
দাবিগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয় কর্মচারীদের স্বতন্ত্র পে-স্কেল, কর্মচারীদের সন্তান ভর্তি পরীক্ষায় আবেদন করার যোগ্যতা অর্জন করলেই স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরির বয়সসীমা ৬৫ বছর, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড আগের মতো বহাল, পদোন্নতির নীতিমালা অনুযায়ী সব সুবিধা, বিশ্ববিদ্যালয় সিনেট সিন্ডিকেটসহ কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সব কমিটিতে কর্মচারী প্রতিনিধি রাখা।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।