ইবি (কুষ্টিয়া): ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, রোববার (২০ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ৬ জানুয়ারি পূর্ব নির্ধারিত শীতকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয় যথারীতি খুলবে।
সূত্র আরও জানায়, শনিবার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
হঠাৎ করে হল বন্ধের সিদ্ধান্তে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে ছাত্রীরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, ভোগান্তির বিষয়টি উল্লেখ করে ছাত্রীদের হল ত্যাগের সময় পেছানোর বিষয়ে সিন্ডিকেট মিটিংয়ে বলেছি। কিন্তু প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। এতে ৫টার মধ্যে ছাত্রীদেরও হল ত্যাগ করতে হবে।
এর আগে দুপুর পৌনে ১টার দিকে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআই/এমজেড
** ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপে গুলি বিনিময়, আহত ১