শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজিত ‘মাহা-স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগ-২০১৫’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় ক্যাম্পাসের হ্যান্ডবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, চৌধুরী সউদ বিন আম্বিয়া, সিলেট জেলা ফুটবল সংস্থার সভাপতি মাহিউদ্দিন সেলিম, শেখ শিব্বির আহমদ, সংগঠনের সভাপতি এম আর রাফি, টুর্নামেন্ট কো-অর্ডিনেটর শরীফ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার দিকেও মনোযোগ দিতে হবে। তিনি ক্রিকেটের মতো ফুটবলেও আগামীতে বড় ধরনের সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ৫ম বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৪০ হাজার এবং রানারআপ দল পাবে ২০ হাজার টাকা।
উদ্বোধনী খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রেস-৭১ প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে ২-০ ব্যবধানে হারায়। খেলা পরিচালনা করেন সাইফুল মাহমুদ।
২০১০ সাল থেকে শুরু দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রথম পেশাদার ফুটবল লীগ ‘স্পোর্টস সাস্ট চ্যাম্পিয়ন্স লীগ’।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএস/জেডএস