ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বিডিজবস এর ক্যারিয়ার ফেস্টিভাল শুরু

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
জাবিতে বিডিজবস এর ক্যারিয়ার ফেস্টিভাল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিডিজবস.কম‘র দুই দিনব্যাপী ৭ম ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভাল শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে এই ফেস্টিভালের উদ্বোধন করেন।



এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতার, বিডিজবস ডটকমের জেনারেল ম্যানেজার প্রকাশ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মেলার সমন্বয়কারী মোহাম্মদ আলী ফিরোজ বলেন, দেশের খ্যাতনামা ২৭টি প্রতিষ্ঠান তাদের ৮২টি পদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করছে। শেষদিন বুধবার বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন, তারা এ মেলায় চাকরির জন্য বায়োডাটা জমা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।