লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮.৩২। এর মধ্যে ছেলে ৯৮.২৪ ও মেয়ে বালিকা ৯৮.৩৮।
রামগঞ্জ উপজেলা ৬৩৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় এগিয়ে। পাসের হার বেশি রায়পুর উপজেলায় ৯৯.৮৫।
ইবতেদায়ীতে পাসের হার ৯৫.০৬। ছেলে ৯৫.৩৬ ও মেয়ে ৯৪.২৪। জিপিএ-৫ পেয়েছে ১০০জন। সদর উপজেলায় ৬০ জন জিপিএ-৫ পেয়েছে। ইবতেদায়ীতেও রায়পুরে পাসের হার বেশি ৯৮.৭৭।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ বাংলানিউজকে জানান, লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ৮১ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। মোট ৪০ হাজার ৮৫৭ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও ২ হাজার ১৯৯জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত থাকে।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
পিসি/